অস্ত্রসহ গ্রেফতার

পিরোজপুরে সাদিয়া আফরোজ দোলা নামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব।

পিরোজপুরে সাদিয়া আফরোজ দোলা নামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দেবরকাঠি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সাদিয়া আফরোজ দোলার বিরুদ্ধে পিরোজপুরসহ দেশের বিভিন্ন থানায় অর্ধ ডজনের বেশি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি আশিকুজ্জামান।

আরও