লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

হিরালাল দেবনাথের কাজিরদিঘীরপাড় বাজারে মাতৃশিল্পালয় নামে একটি স্বর্ণের দোকান রয়েছে। শুক্রবার রাতে দোকান বন্ধ করে তিনি মোটরসাইকেলে ছেলেকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। বাড়ির কাছে পৌঁছে ছেলেকে নামিয়ে দিলে সামনের দিকে চলে যান তার ছেলে প্রীতম দেবনাথ। এ সময় ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা হিরালালের পথ রোধ করে এবং তার বুকে দুটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। প্রীতম বাবার চিৎকার শুনে ফিরে এলে দুর্বৃত্তরা দ্রুত পালায়।

লক্ষ্মীপুর সদর উপজেলার কাজিরদিঘির পাড় এলাকায় হিরালাল দেবনাথ (৫৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হিরালাল দেবনাথ উত্তর হামছাদীর কাজিরদিঘীরপাড় এলাকার প্রপুল্ল কুমার দেবনাথের ছেলে। ঘটনার পরপরই এলাকায় সাড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে জানা যায়, হিরালাল দেবনাথের কাজিরদিঘীরপাড় বাজারে মাতৃশিল্পালয় নামে একটি স্বর্ণের দোকান রয়েছে। শুক্রবার রাতে দোকান বন্ধ করে তিনি মোটরসাইকেলে ছেলেকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। বাড়ির কাছে পৌঁছে ছেলেকে নামিয়ে দিলে সামনের দিকে চলে যান তার ছেলে প্রীতম দেবনাথ। এ সময় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা হিরালালের পথ রোধ করে এবং তার বুকে দুটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। প্রীতম বাবার চিৎকার শুনে ফিরে এলে দুর্বৃত্তরা দ্রুত পালায়। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের বিষয়ে হিরালালের ছেলে প্রীতম দেবনাথ অভিযোগ করেন, পাশের দোকানের ব্যবসায়ী যতন দেবনাথের সঙ্গে তাদের দ্বন্দ্ব ছিল। যতন দেবনাথ তার দোকানের সামনে কাপড় ঝুলিয়ে রাখতেন। এ নিয়ে কথাকাটাকাটি হয়। এই বিরোধের জেরে যতন ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে তার বাবাকে হত্যা করেছে বলে দাবি করেন প্রীতম। ঘটনার পর থেকে যতন দেবনাথ পলাতক রয়েছেন।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কমলাশীষ জানান, প্রচুর রক্তক্ষরণের কারণে হিরালালের মৃত্যু হয়েছে। তার বুকে দুটি ছুরির আঘাত ছিল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, পারিবারিক না ব্যবসায়িক বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

আরও