ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় বাগেরহাটে প্রস্তুত ৩৫৯ আশ্রয়কেন্দ্র

ঘূর্ণিঝড় দানার প্রভাবে বাগেরহাটের উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরের পর থেকে বৃষ্টি ও দমকা হাওয়া দেখা দেয়। এই হঠাৎ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আকাশে মেঘ থাকলেও বৃষ্টি কিছুটা কমে এসেছে। উপকূলের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা ঝড়ের শঙ্কায় রয়েছেন।

বাগেরহাট জেলা প্রশাসন ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে বৈঠক করেছে এবং সব ধরনের প্রস্তুতি নিয়েছে। জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান জানিয়েছেন, মোংলা, মোরেলগঞ্জ, শরণখোলা ও রামপাল উপজেলা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাই এসব এলাকার মানুষদের নিরাপদে সরিয়ে নিতে ৩৫৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরো জানান, দুর্যোগ মোকাবেলায় জেলায় ৮০০ মেট্রিক টন চাল ও নগদ ১৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে। শিশু খাদ্য এবং গবাদি পশুর খাদ্যের জন্য আরো ১০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে ৩ হাজার ৫০৫ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত আছেন।

আরও