নওগাঁর রানীনগরে প্রয়াত সংসদ সদস্য ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন বিউটির করা মামলায় পুলিশি হয়রানি বন্ধ ও দখলকৃত জমি ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার রানীনগর-আত্রাই সড়কের কাশিমপুরে পল্লীশ্রী সমন্বিত কৃষি প্রদর্শনী খামারের প্রধান ফটকের সামনে কয়েকশ এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী সাদেকুল ইসলাম, ইয়াদ আলী, এবাদুল, সাত্তার, মারিয়া আকতারসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ২০১৫ সালে উপজেলার কাশিমপুর গ্রামে জমিদারবাড়ী এবং তত্সংলগ্ন ৩০-৪০ জনের কাছ থেকে একই স্থানে প্রায় ৪৫ বিঘা জমি দখল করে নেন প্রয়াত সংসদ সদস্য ইসরাফিল আলম। এরপর জায়গাটি ঘিরে রাখা হয়। বেড়ার ভেতর রয়েছে ৩০ বিঘা এবং এর আশপাশে রয়েছে প্রায় ১০-১৫ বিঘা জমি। নিজের স্বপ্ন পূূরণে সেখানে ‘পল্লীশ্রী
সমন্বিত কৃষি প্রদর্শনী খামার’ গড়ে তোলেন তিনি। সেই সময় দাম দিয়ে জমি নেয়া হবে বলে কাশিমপুর গ্রামের ৪০-৪৫ জনের কাছ থেকে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে টিপসই এবং স্বাক্ষর নেয়া হয়। কিন্তু তাদের জমির দাম না দিয়ে উল্টো মামলা-হামলা দিয়ে হয়রানি করা হয়। সংসদ সদস্যের মৃত্যুর পর ভুক্তভোগীরা ঐক্যবদ্ধ হয়ে জমিটি দখলমুক্তের আন্দোলনে নামেন।
এ বিষয়ে প্রয়াত সংসদ সদস্য ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন বিউটি বণিক বার্তাকে বলেন, খামারে সাদেকুল নামের এক ব্যক্তির কিছু জায়গা আছে। জমিটি কিনে নেয়ার উদ্দেশ্যে ২ জানুয়ারি সার্কিট হাউজে খাদ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক হয়েছিল। জমির দ্বিগুণ দাম দিতে চাইলে একপর্যায়ে সাকেদুল রাজি হন। কিন্তু সপ্তাহ না পেরোতেই একটি পক্ষ সাদেকুলকে ব্যবহার করে আবারো ঝামেলা সৃষ্টির চেষ্টা করছে।