কেএনএফের ৫২ সদস্যের দুদিনের রিমান্ড

বান্দরবানে গ্রেফতার কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৫২ সদস্যের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বান্দরবানে গ্রেফতার কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৫২ সদস্যের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে নারী রয়েছেন ১৭ জন। গতকাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেনের আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আবেদনের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা এবং থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় ডাকাতি করে কেএনএফের সদস্যরা। সে সময় সরকারি অস্ত্র, গুলি ও টাকা লুটসহ সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করা হয়। এসব ঘটনায় এ পর্যন্ত রুমা থানায় পাঁচটি ও থানচি থানায় চারটি মামলা হয়েছে। সমন্বিত অভিযান চালিয়ে দুই উপজেলার বিভিন্ন জায়গা থেকে এ পর্যন্ত কেএনএফের সদস্যসহ ৫৭ জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এছাড়া সন্দেহভাজন হিসেবে আরো নয়জন আটক রয়েছেন।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ। তিনি বণিক বার্তাকে বলেন, ‘‌ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃতদের বিশেষ নিরাপত্তায় বান্দরবান কারাগারে রাখা হয়েছে।’

আরও