চাঁদপুরে লঞ্চ টার্মিনাল পরিদর্শনে এসে নৌ পরিবহন ও শ্রম কর্মসংস্থান উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম শাখাওয়াত হোসেন বলেছেন, পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না।
তিনি বলেন, তারা যা করছে তা কখনোই বন্ধুত্বসুলভ আচরণের মধ্যে পড়ে না। আমরা বন্ধুত্বভাবাপূর্ণ মনোভাব নিয়ে থাকতে চাই। তারা শুধু শুধু পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ কখনোই ভারতমুখী হবে না।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় চাঁদপুর বিআইডব্লিউটিএ ও তমা কনস্ট্রাকশনের আয়োজনে চাঁদপুর লঞ্চ টার্মিনালে এসে আধুনিক লঞ্চ টার্মিনাল নির্মাণ অগ্রগতি বিষয়ে ও চাঁদপুর নদী বন্দর পরিদর্শন করে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ভারত যা কিছু করছে, এগুলো করার কোনো কারণ নেই। আমাদের বাংলাদেশে অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা আমাদের দেশের নাগরিক। আমরা তাদের ভালো-মন্দ সবই দেখছি। তবে ভারতের গণমাধ্যমগুলো যেসব করছে, দয়া করে এসব করবেন না। আমরা দুই-দেশ মিলে বন্ধু হয়ে থাকতে চাই।
এ সময় তিনি আরো বলেন, চাঁদপুরে যারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে, এটা কোনোভাবেই উচিত নয়। বালু উত্তোলনের জন্য কিছু নিয়মনীতি অনুসরণ করে উত্তোলন করতে হয়। অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।
তিনি আধুনিক লঞ্চ টার্মিনাল নিয়ে কাজের অগ্রগতি প্রসঙ্গে বলেন, আগে যেসব অনিয়ম ও চুরি হয়েছে, এখন আর সেগুলো জাল দিয়েও ধরে আনা যাবে না। এখন যাতে আর চুরি না হয় সে বিষয়ে আমাদের দেখতে এবং সজাগ থাকতে হবে। আর এ কারণে আমি নিজেই বর্তমান সমস্ত কাজের অগ্রগতি, কোন পর্যায়ে রয়েছে, কেন দেরি হচ্ছে এ বিষয় দেখার জন্য এসেছি।
যত দ্রুত সম্ভব কাজ শেষ করে জনগণের ভোগান্তি লাঘব করতে হবে বলে তিনি মতামত ব্যক্ত করেন।
উপদেষ্টা চাঁদপুর আধুনিক লঞ্চ টার্মিনাল পরিদর্শন, নদী বন্দর, ঈদগাঁও ফেরিঘাটসহ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের স্থানগুলো পরিদর্শন করেন।
এ সময় বিআইডব্লিউটিএ প্রজেক্ট ডিরেক্টর (পিডি) আমজাদ হোসেন, চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর নৌ-পুলিশ সুপার মুশফিকুর রহমান, বিআইডব্লিউটিএ নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগ যুগ্ম পরিচালক- শ আ মাহফুজ উল আলম মোল্লা (সজল), বিআইডব্লিউটিএ উপ-পরিচালক বশির আহমেদ, বিআইডব্লিউটিএ নৌ নিট্টা উপ-পরিচালক বাবু লাল বৌদ্ধ, অতিরিক্ত নৌ-পুলিশ সুপার ইমতিয়াজ, প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া, সদর নৌ থানার ওসি এ কে এম ইকবাল, বিআইডব্লিউটিএ ট্রাফিক ইন্সপেক্টর-সমর কৃষ্ণ সরকার, তমা কনস্ট্রাকশন কোম্পানির চাঁদপুর আধুনিক নৌ টার্মিনালের প্রজেক্ট ম্যানেজার মো. শাকিল, বিআইডব্লিউটিএর অন্যান্য সকল কর্মকর্তা, অফিস স্টাফ ও তমা কনস্ট্রাকশন কোম্পানির ওয়ার্কাররা উপস্থিত ছিলেন।