বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থা নতুন করে সাজানো হবে। তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।
আজ সোমবার (২ জুন) দুপুরে কুমিল্লার দাউদকান্দিতে ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের ‘ডিগ্রি কলেজ অধিভুক্ত : উদ্বোধনী অনুষ্ঠান ও ট্যালেন্ট শো’-তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দাউদকান্দি পৌরসভার প্রথম কলেজ এটি। এখন থেকে এটি ডিগ্রি (পাস) কোর্সে অধিভুক্ত হয়েছে। এতে এ অঞ্চলের শিক্ষার মান আরো উন্নত হবে। এ সময় তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মোশাররফ হোসেন বলেন, শিক্ষকরাও সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন ও বিলেত থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর মানুষের জন্য রাজনীতিতে যুক্ত হয়েছেন। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, আপনারাও চাইলে রাজনীতিতে আসতে পারেন।
ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, দেশের কল্যাণে কাজ করতে হলে একটি শিক্ষিত জাতি দরকার। আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। তোমরা বিপথগামী পথ পরিহার করে মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। এই কলেজের মান উন্নয়নের দায়িত্ব তোমাদের কাঁধে।
তিনি আরো বলেন, কলেজটিকে ডিগ্রি কোর্সে রূপান্তরিত করা হয়েছে। ভবিষ্যতে এ কলেজে অনার্স ও মাস্টার্স কোর্স চালুর পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ নুরুল আমিন। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়াও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুঁইয়া, সাবেক উপজেলা বিএনপির সভাপতি একে এম সামছুল হক ও পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার।
এ সময় আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আব্দুর সাত্তার, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার, সিনিয়র সহসভাপতি সওগাত চৌধুরী রবিন, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, সালাউদ্দিন সরকার ও মোস্তাক সরকার।