ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তমিজ উদ্দিন (৫০) ও রবিউল ইসলাম (৩৫) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার ভানোর ইউনিয়নের কোরিয়া বর্মতল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই একই গ্রামের দবিজ উদ্দীনের সন্তান।
নিহতের পারিবারের বরাত দিয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির৷ জানান, টেবিল ফ্যানের শর্টসার্কিটে বড় ভাই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে ছোট ভাইও বিদ্যুৎস্পৃষ্ট হন। একপর্যায়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।