সাগর ও নদীতে মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এ সময়ের মাত্র আটদিন অতিবাহিত হয়েছে। এরই মধ্যে বদলে গেছে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রের চিত্র। ক্রেতা-বিGক্রতার হাঁকডাক নেই সেখানে। অথচ কিছুদিন আগেও সকাল থেকে রাত পর্যন্ত ছিল বেচাকেনায় সরগরম। গতকাল ক্রেতা-বিক্রেতা ও শ্রমিক সবাইকে অলস সময় কাটাতে দেখা গেছে। তবে ইলিশের সরবরাহ থাকলে ৪ নভেম্বর থেকে আড়তগুলো আবারো সরগরম হয়ে উঠবে বলে জানান আড়তদাররা।