রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের গ্রেফতার দাবিতে সমাবেশ হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মহানগর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচিতে নিহতদের পরিবারের সদস্যসহ আইনজীবীরা অংশ নেন। বক্তারা বলেন, আসামিরা মামলা তুলে নিতে বাদীকে ভয়ভীতি দেখাচ্ছে।