দিনাজপুরের হিলিতে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক তারিকুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানার মালপত্র জব্দ ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজা উপস্থিত ছিলেন।