ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে বণিক বার্তা ও ব্যবসায় শিক্ষা অনুষদের আয়োজনে চলছে অষ্টম নন-ফিকশন বইমেলা। আজ রোববার (২৯ ডিসেম্বর) মেলার দ্বিতীয় দিনের সকাল থেকে পাঠক-দর্শনার্থীদের ব্যস্ততায় মুখর বইমেলা। এদিন সকাল থেকেই শিক্ষার্থী, গবেষক এবং নন-ফিকশন পাঠকদের ভিড় লক্ষ্য করা গেছে।
মেলায় অংশ নেয়া প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টলে পাঠকদের জন্য রয়েছে নানান আকর্ষণ। জনপ্রিয় নন-ফিকশন বই থেকে শুরু করে সাম্প্রতিক গবেষণাগ্রন্থ পাওয়া যাচ্ছে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে।
গতকাল শনিবার সকাল ১১টায় উদ্বোধন হয় এ নন-ফিকশন বইমেলার। মেলার উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সোমবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ বইমেলা।
মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ পাবেন পাঠকেরা। বইয়ের ক্রেতাদের জন্য মেলায় প্রতিদিন থাকছে র্যাফল ড্রর আয়োজন। র্যাফল ড্রয়ে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় সব পুরস্কার।
মেলায় অংশ নেয়া প্রকাশকদের মনোনীত বই থেকে বিচারক প্যানেল দুটি নন-ফিকশন বই নির্বাচন করবেন। মেলার শেষ দিন সোমবার সমাপনী অনুষ্ঠানে জুরিদের নির্বাচিত দুটি বইকে ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা’ দেয়া হবে।