মিয়ানমার থেকে পাঁচ জেলেকে ফিরিয়ে এনেছে বিজিবি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ মোহনা থেকে ধরে নিয়ে যাওয়া পাঁচ জেলেকে মিয়ানমার থেকে ফেরত এনেছে বিজিবি।

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ মোহনা থেকে ধরে নিয়ে যাওয়া পাঁচ জেলেকে মিয়ানমার থেকে ফেরত এনেছে বিজিবি। গতকাল বেলা দেড়টার দিকে টেকনাফের জালিয়াপাড়ার জেটি ঘাট দিয়ে তাদের দেশে ফেরত আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

সাবরাং ইউনিয়নের মেম্বার আবদুস সালাম জানান, সোমবার ধরে নিয়ে গেলেও বিষয়টি জানাজানি হয়েছে মঙ্গলবার দুপুরে। জেলেদের পরিবারের সদস্যরা জানিয়েছে, নৌকাযোগে নাফ নদীতে মাছ ধরতে নামলে আরাকান আর্মির সদস্যরা তাদের মিয়ানমারের দিকে নিয়ে যায়। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছিল।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, আরাকান আর্মির সদস্যরাই তাদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হয়েছিল। আলোচনার পর পাঁচ জেলেকে ফেরত আনেন বিজিবি।

আরও