ঝালকাঠির কীর্ত্তিপাশা নার্সিং কলেজের অধ্যক্ষ ও হিসাবরক্ষকের আর্থিক অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল তাদের অপসারণ দাবিতে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। শিক্ষার্থীদের অভিযোগ, তিন বছর ধরে হিসাবরক্ষক কামাল হোসেন কাগজে-কলমে অতিথি শিক্ষকের ভুয়া নাম ব্যবহার করে হাতিয়ে নিয়েছেন কয়েক লাখ টাকা। শিক্ষার্থীদের কাছ থেকে সেমিনার ও সেশন ফির নামে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়া ও ভুয়া বিল উত্তোলনসহ বিভিন্ন অভিযোগের কথাও তুলে ধরেন শিক্ষার্থীরা।