বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৬০ জন পরিচ্ছন্নতা কর্মীকে ছাঁটাই করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বিসিসি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গতকাল বেলা ১১টায় নগর ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শ্রমিকরা বলেন, কোনো ধরনের নোটিস না দিয়ে ১৬০ শ্রমিককে আকস্মিক ছাঁটাই করা হয়েছে। হঠাৎ চাকরি হারিয়ে তারা এখন অসহায়।