গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় ঝর্ণা বেগম (৪০) নামে ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
সোমবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঝর্ণা বেগম উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী নয়াপাড়া গ্রামের আব্বাস আলীর স্ত্রী।
আহতরা হলেন, একই গ্রামের মৃত মাসুম খন্দকারের ছেলে আব্দুল খালেক (৪৫), গেল্লা মিয়ার ছেলে দুলু মিয়া (৫০) ও জাহিদ মিয়া।
স্থানীয়রা জানান, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভ্যান যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ শহরের দিকে আসার সময় সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় হঠাৎ ভ্যানটির এক্সেল ভেঙে যায়। এ সময় যাত্রীরা সড়কের ওপর ছিটকে পড়েন। এমন সময় কাভার্ড ভ্যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ঝর্ণা বেগম নিহত হন। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন।
গুরুতর আহত তিন যাত্রীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।