নওগাঁয় ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরির অপরাধে সাত মুদি দোকানদারকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের কাঁচা বাজার ও ডাবপট্টি এলাকায় এ অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে সহযোগিতা করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও চেম্বার অব কমার্স।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হোসেন জানান, সম্প্রতি শহরের বিভিন্ন মুদি দোকানে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ডাবপট্টি এলাকার অম্বিকা চরণ পালের দোকানে ৫ লিটার সয়াবিন তেল না পাওয়া গেলে তার গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। সেখানে শতাধিক বোতলজাত সয়াবিন তেলের ৫ লিটারের খালি বোতল পাওয়া যায়। যার বেশিরভাগই চলতি বছরে বাজারজাত হয়েছে। খোলা সয়াবিন হিসেবে বেশি দামে বিক্রির জন্য এমন অসাধু পন্থা অবলম্বন করায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কাঁচা বাজার এলাকার আরো ৬টি মুদি দোকানিকে বোতলের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
শামীম হোসেন আরো জানান, তেলের দাম বোতলের গায়ে লেখা দামের চেয়ে বেশি নেয়ার সুযোগ নেই। একে মজুদ করে রাখাও একটি গুরুত্বর অপরাধ। যা ভোক্তা অধিকার আইনকে লঙ্ঘন করে। জেলায় ভোক্তা পর্যায়ে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় জেলা চেম্বার অব কমার্সের পরিচালক শেখ রুহুল আমিন আরমানসহ পুলিশ লাইন্সের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।