ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কমল বাস ভাড়া হরতাল প্রত্যাহার

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডিজেলচালিত বাস ভাড়া ৫৫ থেকে কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডিজেলচালিত বাস ভাড়া ৫৫ থেকে কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে হাফ পাস। আগামীকাল থেকে নতুন এ ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন বিআরটিএ জেলা সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। ভাড়া কমায় পূর্বঘোষিত আধাবেলা হরতাল প্রত্যাহার করে নিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘জেলা প্রশাসনের কার্যালয়ে বাস ভাড়া কমানো নিয়ে সভা হয়েছে। সেখানে আমাদের দাবি ছিল ভাড়া ৪৫ টাকা নির্ধারণ করা। কিন্তু আলোচনার পর আমাদের অনেকাংশ দাবি বাস্তবায়ন করে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রে হাফ ভাড়ার প্রস্তাব মেনে নেয়া হয়েছে। আমরা আপাতত হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি। বাস মালিকদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই।’

কোনো চাঁদাবাজি প্রশ্রয় দেয়া হবে না জানিয়ে বাস মালিকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘পরিবহন খাতে যদি চাঁদাবাজির কোনো ঘটনা ঘটে, সেটি আমরা কঠোর হস্তে দমন করব। আপনাদের যদি কোনো চাঁদাবাজির শিকার হতে হয়, তাহলে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন।’

আরও