ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে কার্গো টার্মিনাল নির্মাণ শেষ হলে নৌপথে বাণিজ্যের প্রসার ঘটবে এবং বন্দরের সক্ষমতা আরো বাড়বে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে আশুগঞ্জ বন্দরে নির্মাণাধীন কার্গো টার্মিনালের কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
বিশ্ব ব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএ কর্তৃক নির্মাণাধীন এই কার্গো টার্মিনালে ৩টি জেটি, স্টোরেজ শেডসহ বিভিন্ন অবকাঠামো রয়েছে। প্রকল্পটি আগামী বছর শেষ হওয়ার কথা রয়েছে।
ড. সাখাওয়াত হোসেন বলেন, আশুগঞ্জকে হাব হিসেবে নির্বাচন করা হয়েছে। এর আগে এটি পরিপূর্ণ বন্দর ছিল না। কার্গো টার্মিনাল নির্মিত হলে নৌপথে বাণিজ্য আরো প্রসারিত হবে। এখানে সাইলোসহ সরকারি-বেসরকারি নানা প্রকল্প ও প্রতিষ্ঠান রয়েছে, যা এই বন্দরের গুরুত্ব বাড়িয়েছে।
তিনি বলেন, আশুগঞ্জে কার্গো টার্মিনাল নির্মাণের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভব করা হচ্ছিল। বিশ্ব ব্যাংক সাধারণত লাভজনক প্রকল্পে অর্থায়ন করে এবং এ প্রকল্পের সম্ভাবনা দেখে তারা অর্থায়নে সম্মত হয়েছে।
পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, আশুগঞ্জ কার্গো টার্মিনাল প্রকল্পের পরিচালক আইয়ূব আলী, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জাবেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেসমিন সুলতানা এবং আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক উপস্থিত ছিলেন।