ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও যুক্তরাজ্যের অ্যাস্টন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা জোরদার করতে বৈঠক করেছেন দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন অ্যাস্টন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ওসামা খান।
সাক্ষাতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ফার্মেসি বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময়ের সম্ভাবনাও নিয়ে আলোচনা করেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস এবং তরুণ শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের সম্ভাবনাও বৈঠকে উঠে আসে। শিগগিরই এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে উভয়পক্ষ ঐকমত্যে পৌঁছেছে।
বৈঠকে ঢাবি উপাচার্য অতিথিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি তার আগ্রহকে স্বাগত জানান।