বেইলি ব্রিজ দেবে বান্দরবানের সঙ্গে রুমা ও থানচির যান চলাচল বন্ধ

প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট ভারী বর্ষণে বান্দরবানে-চিম্বুক সড়কের লাইমী পাড়া এলাকায় ঝুঁকিপূর্ণ একটি বেইলি ব্রিজ দেবে গেছে। এ কারণে আজ মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে জেলা সদরের সঙ্গে রুমা ও থানচি উপজেলার যাত্রীবাহীসহ সব ধরনের ভারী যান চলাচল বন্ধ রয়েছে।

প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট ভারী বর্ষণে বান্দরবান-চিম্বুক সড়কের লাইমী পাড়া এলাকায় ঝুঁকিপূর্ণ একটি বেইলি ব্রিজ দেবে গেছে। এ কারণে আজ মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে জেলা সদরের সঙ্গে রুমা ও থানচি উপজেলার যাত্রীবাহীসহ সব ধরনের ভারী যান চলাচল বন্ধ রয়েছে। ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) নিয়ন্ত্রণে ব্রিজের চারপাশে লাল পতাকা টানানো হয় ও ব্রিজটির মেরামত কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ) বান্দরবানের উপবিভাগীয় প্রকৌশলী মো. ফারহান কায়ছার

সংশ্লিষ্ট সুত্র জানায়, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত শনিবার থেকে বান্দরবান জেলা জুড়ে বেশিরভাগ ভারীসহ হালকা ও মাঝারি মাত্রার বৃষ্টি হচ্ছে। এর মধ্যে মঙ্গলবার সকালে বান্দরবান-চিম্বুক সড়কের ৬ কিলোমিটারে লাইমীপাড়া এলাকার একটি বেইলী ব্রিজ দেবে গেছে বলে খবর পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে বাস্তবতা দেখে সব ধরনের যাত্রীবাহীসহ ভারী যান চলাচল সাময়িক বন্ধ করা হয়। ফলে জেলা সদরের সঙ্গে রুমা ও থানচি উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

তবে আগামীকাল বুধবার (২৯ মে) থেকে উভয় দিক থেকে আসা যাত্রীবাহী যানগুলোর যাত্রীরা পায়ে হেঁটে ব্রিজ পার হয়ে বিপরীত দিকে থাকা বিকল্প যানে চড়ে যাতে গন্তব্যে পৌঁছাতে পারেন, সে ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম। তিনি বণিক বার্তাকে বলেন, আজ সন্ধ্যার মধ্যে ব্রিজ স্বাভাবিক না হলে যাত্রীরা যাতে গন্তব্যে যেতে পারেন সেজন্য আগামীকাল থেকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্রিজ দেবে যাওয়ার বিষয় নিশ্চিত করেছেন সওজ বান্দরবানের উপবিভাগীয় প্রকৌশলী মো. ফারহান কায়ছার। তিনি বণিক বার্তাকে বলেন, সওজের আওতাধীন হলেও বান্দরবান-রুমা ও থানচি সড়ক বাস্তবায়ন হয় ইসিবির নিয়ন্ত্রণে। তারা তাদের ঠিকাদারকে দিয়ে দশ দিন আগে থেকে দেবে যাওয়া ব্রিজের কাজ করে আসছে। দ্রুততার সঙ্গে দেবে যাওয়া ব্রিজের মেরামতের কাজ চলছে। শিগগির ব্রিজটি যান চলাচলের উপযোগী হবে বলে তিনি জানান।

আরও