রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষে উল্টে গেছে ধূমকেতুর কোচ

রাজশাহী রেলস্টেশনের ওয়াশপিটের সামনে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ও পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে।

রাজশাহী রেলস্টেশনের ওয়াশপিটের সামনে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ও পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। ট্রেন দুটি এমটি রেক ওয়াশপিটে পুশব্যাক করার সময় গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুটি খালি রেক-ই একই লাইনে যাচ্ছিল। সংঘর্ষের ফলে ধূমকেতু এক্সপ্রেসের একটি কোচ লাইনচ্যুত হয়ে উল্টে গেছে।

রেললাইন উপড়ে গেছে। বাংলাবান্ধা ও পদ্মা এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি আঘাত পেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী স্টেশনের বুকিং সহকারী মো. আব্দুল মোমিন। তিনি বলেন, ‘ট্রেন ছাড়তে বিলম্ব হবে। তবে বরেন্দ্র এক্সপ্রেস সঠিক সময়ে ছেড়ে যাবে।’

পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) মামুনুল ইসলাম জানান, ঘটনাটি ঘটেছে দায়িত্বশীলদের কর্তব্যে অবহেলার কারণে। তারা যদি সতর্ক থাকত তাহলে এমন ঘটনা ঘটত না। সংঘর্ষের ঘটনায় ট্রেনের কয়েকটি কোচের বেশ ক্ষতি হয়েছে। এ কারণে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তসাপেক্ষে কর্তব্যে অবহেলাকারী দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার শহিদুল আলম জানান, দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। দুই ট্রেনেই কোনো যাত্রী ছিল না। বাংলাবান্ধা ওয়াশপিট স্টেশনে ফিরছিল। আর ধূমকেতু ওয়াশপিট যাচ্ছিল। এ সময় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক অবস্থায় তেমন কিছু বলা যাচ্ছে না। তবে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি প্রতিবেদন দিলে জানা যাবে আসলে কি ঘটনা ঘটেছিল।

আরও