লুট হওয়া ৬০ আগ্নেয়াস্ত্রসহ ৪ হাজার রাউন্ড গুলি হস্তান্তর

রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত র‍্যাব-১০ কার্যালয় থেকে লুট হওয়া বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্রসহ ৪ হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে র‍্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। সোমবার সকালে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া সেনা ক্যাম্পে এসব হস্তান্তর করা হয়। ৫ আগস্ট এসব অস্ত্র লুট হয়েছিল

রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত র‍্যাব-১০ কার্যালয় থেকে লুট হওয়া বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্রসহ ৪ হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে র‍্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।  সোমবার সকালে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া সেনা ক্যাম্পে এসব হস্তান্তর করা হয়। ৫ আগস্ট এসব অস্ত্র লুট হয়েছিল

নরসিংদীর ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত (২৮ ইস্ট বেঙ্গল) লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব র‍্যাব-১০-এর এএসপি এম জে সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন। 

লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব জানান, ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী র‍্যাব-১০-এর কার্যালয় থেকে লুট করার সময় সেনাবাহিনীর ২৮ বেঙ্গলের নেতৃত্বে ১৭টি নাইনমিমি পিকে, ৬টি এসএমজি, ১৬টি শটগানসহ বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন প্রকারের ৪ হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। আজ সেসব অস্ত্র র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এ সময় নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সারোয়ার আলম, ক্যাপ্টেন ফাহিম মোহাম্মদ আহবাব, ক্যাপ্টেন মো. রকিবুল আলম, ক্যাপ্টেন আব্দুল্লাহ-হিল তাহমিদ এবং সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাসহ র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও