ফারুকীরা কীভাবে উপদেষ্টা পরিষদে আসেন —সারজিস আলম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগের সমালোচনা করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগের সমালোচনা করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, ‘ফারুকী তার পুরো সময়ে ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তোষামদি করার দরকার তা করেছেন। ফারুকীরা কীভাবে উপদেষ্টা পরিষদে আসেন। এমন কঠিন সময়ে নীরব থাকা ও গা-বাঁচিয়ে চলা লোকজনকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই না।’

গতকাল রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সারজিস আলম। একই অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চেক বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ এ বিষয়ে ভিন্ন মত দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সমাজকল্যাণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনকে উপদেষ্টা করার দাবির বিষয়ে সারজিস আলম বলেন, ‘বিগত সরকারের আমলে অনেকবার আখতার হোসেনের রক্ত ঝরেছে। তিনি প্রতিদিন আন্দোলনের সঙ্গে ছিলেন। তার এ অবদানকে অস্বীকার করার সুযোগ নেই।’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘চট্টগ্রাম বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা দেয়া হয়েছে। কিন্তু রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে কাউকে উপদেষ্টা করা হয়নি। তিন বিভাগ থেকে কী একজনও নেই, যিনি মন্ত্রণালয় চালানোর যোগ্য।’

উপদেষ্টা নিয়োগে আঞ্চলিক বৈষম্য নিয়ে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘আমরা আঞ্চলিকতায় বিশ্বাস করি না। আমরা জেলা দেখি না, শুধু দেশ দেখি। দেশের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা যাদের একত্রিত করা জরুরি মনে করেছেন, সেটি উনি করেছেন। এটি অঞ্চলকে ছোট করে কিংবা বড় করে নয়। আপনারা আঞ্চলিকভাবে চিন্তা করবেন না, এটি করলে নিজেদের ছোট করে ফেলবেন। অঞ্চলভিত্তিক ভাবনাগুলো খুব সংকুচিত করে দেয়, সংকীর্ণ করে দেয়।’

আরও