সাড়ে তিন বছর পর নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কেবিন সেবা কার্যক্রম আবারো চালু করা হয়েছে। গতকাল বিকালে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় কেবিন ব্লক উদ্বোধন করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছিম আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহম্মেদ ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।