অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে গতকাল লন্ডনে একটি দীর্ঘ বৈঠক হয়। বিভিন্ন বিষয় নিয়ে একান্তেও কথা বলেন দুই নেতা। আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজনের সম্ভাবনা এবং কাঙ্ক্ষিত সংস্কার ও জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাযজ্ঞের বিচারের অগ্রগতির প্রতিশ্রুতি আসে বৈঠক-পরবর্তী যৌথ বিবৃতিতে। আর এ বৈঠক ও আলোচনা নিয়ে বণিক বার্তার কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দলের শীর্ষ নেতারা—
লন্ডনের এ বৈঠক দেশের জন্য ইতিবাচক। বিএনপির জন্য তো বটেই। কয়েকটি বিষয়ে সংকট দেখা গিয়েছিল। প্রধান উপদেষ্টা যুক্তিসংগতভাবেই এ বৈঠকে বিভিন্ন দিক আলোচনায় এনেছেন। সংস্কার, বিচার ও জুলাই ঘোষণাপত্রের দৃশ্যমানের বিষয়টি তিনি বলেছেন। এ তিনটি বিষয়ে সরকারকেই কাজ করতে হবে।
—সভাপতি, নাগরিক ঐক্য