ট্রান্সফরমার চুরির সরঞ্জামসহ ধানখেতে যুবকের মরদেহ

নওগাঁর নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্টে মোরশেদ আলম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নওগাঁর নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্টে মোরশেদ আলম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ভাদর দণ্ডগ্রামের একটি ধানখেত থেকে ট্রান্সফরমার চুরির সরঞ্জামসহ বিদ্যুৎস্পৃষ্টে নিহত ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোরশেদ আলম উপজেলার শালবাড়ী গ্রামের শামস উদ্দীনের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ভাদর দণ্ডগ্রামের ওই ধানখেতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের পাশেই একটি বৈদ্যুতিক পিলার ছিল। গতকাল সকালে ওই পথ দিয়ে যাওয়ার সময় স্থানীয় কৃষক মোরশেদের মরদেহ ধানখেতে পড়ে থাকতে দেখে থানায় সংবাদ দেন। পরে সেখান থেকে চুরির কাজে ব্যবহৃত রশি, কাটিং প্লাস এবং বেশকিছু সরঞ্জামসহ মোরশেদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিয়ামতপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, মোরশেদ আলমের শরীরের বিভিন্ন জায়গায় বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন ছিল। বিদ্যুতের ওই পিলারে ট্রান্সফরমারের একটি তার কাটা ছিল। আরেকটি তার কাটার সময় বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

আরও