সড়ক অবরোধ

চাঁদপুর সেতুর টোল আদায় কার্যক্রম বন্ধ না করে নতুন করে টোল চালু করায় সড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালক ও পরিবহন শ্রমিকরা।

চাঁদপুর সেতুর টোল আদায় কার্যক্রম বন্ধ না করে নতুন করে টোল চালু করায় সড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালক ও পরিবহন শ্রমিকরা। গতকাল বেলা ১১টা থেকে সেতু ওপর ও বাগাদি সড়ক মোড়ে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন তারা। এ সময় ২ ঘণ্টা বন্ধ ছিল চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের যানবাহন চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। সেনাবাহিনী ও পুলিশের সামনেই উত্তেজিত শ্রমিকরা সেতুর টোলঘর ভাংচুর করেন। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয় যান চলাচল।

আরও