বগুড়ায় নবান্নের মাছ মেলা

নবান্ন উৎসব উপলক্ষে বগুড়ায় বসেছে মাছের মেলা। সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের পঞ্জিকা অনুসারে রোববার দিন ধরে নবান্ন উৎসব পালন করা হয়।

নবান্ন উৎসব উপলক্ষে বগুড়ায় বসেছে মাছের মেলা। সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের পঞ্জিকা অনুসারে রোববার দিন ধরে নবান্ন উৎসব পালন করা হয়। শিবগঞ্জ উপজেলার উথলী গ্রামে কবে এবং কখন থেকে মেলা চলে আসছে, তার সঠিক ইতিহাস জানা নেই প্রবীণদের। তাদের ধারণা, প্রাচীন করতোয়া নদীর পারে প্রায় ২০০ বছর আগে থেকে একদিনের এ মেলা চলে আসছে। নন্দীগ্রাম উপজেলার ওমরপুর, রণবাঘায় এবং শিবগঞ্জ উপজেলার মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের উথলী এলাকায় নবান্ন উপলক্ষে বসে মাছের মেলা। প্রতিটি বাড়িতেই মেয়ে-জামাইসহ স্বজনদের আগে থেকেই দাওয়াত দেয়া হয়। মেলায় বিগহেড ও সিলভার কার্প ৪০০-৬৫০ টাকা, রুই ও কাতল ৪০০-৭০০, চিতল ৮০০-১ হাজার ২০০ এবং বোয়াল ৮০০-১০০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। মেলা থেকে কেনা মাছ ও নতুন সবজি দিয়ে আত্মীয়স্বজনকে আপ্যায়ন করা হয়।

মেলা আয়োজক কমিটির দাবি, মেলায় একদিনে প্রায় ১ কোটি টাকার মাছ বিক্রি হয়েছে। এটি এ অঞ্চলের সবচেয়ে বড় মেলা।

মাছ বিক্রেতা আল আমিন জানান, নবান্ন উৎসব ঘিরে খামার থেকে মাছ সংগ্রহ করা হয়। বড় মাছের প্রতি মানুষের আগ্রহ বেশি। মেলায় সবচেয়ে বেশি মাছ কেনেন জামাইরা।

কাহালু উপজেলার মাছ ব্যবসায়ী আব্দুল হামিদ জানান, ভোর থেকে মেলা শুরু হয়। দিনব্যাপী মেলা চলে। মেলায় মাছের পাশাপাশি সব ধরনের খাবার ও তৈজসপত্রও কেনাবেচা হয়।

আরও