নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষার দড়িগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মোখলেছুর রহমান (২৫) নামে এক যুবক নিহত ও ১০ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়েনের দড়িগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তী সময়ে সংঘর্ষ গোপীনাথপুর এলাকায়ও ছড়িয়ে পড়ে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সুমেদ আলী ও শহিদ মিয়ার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। উভয় পক্ষের মধ্যে বেশকিছু মামলাও বিচারাধীন। এরই জের ধরে গতকাল দুপুরে আগ্নেয়াস্ত্র ও টেঁটা নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়েছে। এতে ওই গ্রামের আবুল হাসেম মিয়ার ছেলে মোখলেছুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষকালে পাশের বাঁশগাড়ী ইউনিয়ন এলাকা থেকে চিহ্নিত সন্ত্রাসী সাবেক ইউপি সদস্য আমির হোসেন ও তার বাহিনীকে এক পক্ষ ভাড়া করে নিয়ে আসে। সংঘর্ষকালে আমির হোসেন নিজে মুখে ও শরীরের বিভিন্ন স্থানে টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তার লোকজন তাকে উদ্ধার করে বাঁশগাড়ীর দিকে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর। অন্য আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভৈরব হাসপাতাল, নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।