বাগেরহাটে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

বাগেরহাটে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।

বাগেরহাটে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবিতে গতকাল সকালে ক্যাম্পাসে ছাত্র হোস্টেলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা, কর্মসংস্থান সৃষ্টি ও নিয়োগ নিশ্চিত করা।

আরও