শিক্ষার্থীদের ডাকা দেশব্যাপী মার্চ ফর জাস্টিস
নামে নতুন কর্মসূচিতে বুধবার (৩১ জুলাই) রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ
করা গেছে। ফলে নগরীর কোনো পয়েন্টে শিক্ষার্থীরা একত্রিত হতে পারেনি।
সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত নগরীর জিলা
স্কুল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পুলিশ লাইন্স মোড় থেকে বাংলাদেশ ব্যাংক মোড়
পর্যন্ত পুলিশ, এপিবিএন, বিজিবি ও সেনাবাহিনীর কড়া অবস্থান দেখা যায়। ওই সড়ক ও এর সাথে
যুক্ত অন্যান্য সড়কগুলোর মুখে পুলিশ অবস্থান নিয়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল বন্ধ
করে দেয়। এদিকে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকলেও সড়কে বিভিন্ন
পয়েন্টে সর্বসাধারণের চলাচল বন্ধ করে দেয়ায় ভোগান্তিতে পড়ে ওই সড়কে চলাচলকারী
পথচারীরা।
সমন্বয়কদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, দমন-পীড়ন
বন্ধ, কারফিউ ও আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় খুলে দেয়া এবং হত্যাকাণ্ডের
সঙ্গে জড়িত সবার পদত্যাগের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।