বাগেরহাটের রামপালে নদীভাঙনের কবলে পড়েছে তিন গ্রামের কয়েক হাজার মানুষ। ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে গতকাল উপজেলার রমজাইপুর গ্রামের পূর্ব পাড়ায় মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। তাদের অভিযোগ, মোংলা-ঘষিয়াখালী চ্যানেলটি খনন করে নাব্য ফিরিয়ে আনা হয়। তবে নকশা অনুযায়ী খনন না করে আঁকাবাঁকা অবস্থায় খনন করা হয়েছে।