রংপুরে মাদক মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া আরেকটি ধারায় তাদের আরো দুই বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল দুপুরে এ রায় ঘোষণা করেন বিচারক।