ঠাকুরগাঁওয়ের বীরগঞ্জে ইটভাটার ধোঁয়ায় অর্ধশতাধিক কৃষকের ৬০ একর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক। ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। উপজেলার গুয়াগাঁও গ্রামের তিনটি ইটভাটার ধোঁয়ায় ফসলের ক্ষতি হয়েছে বলে জানান তারা। ধানের শীষগুলো নষ্ট হয়ে গেছে। কৃষককে ক্ষতি পূরণ দেয়ার ব্যাপারে কাজ চলছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম।