গৃহবধু হত্যার ঘটনায় মাদারীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মাদারীপুরের রাজৈরে যৌতুকের দাবীতে গৃহবধু সুমা আক্তার (২২) কে শ্বাসরোধ করে হত্যার বিচার ও আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাদারীপুরের রাজৈরে যৌতুকের দাবীতে গৃহবধু সুমা আক্তার (২২) কে শ্বাসরোধ করে হত্যার বিচার ও আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ জুলাই) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচী পালন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী গ্রামের আজিজ কাজীর ছেলে কামরুল কাজীর সঙ্গে একই উপজেলার বাজিতপুর গ্রামের অহিদুল শেখের মেয়ে সুমা আক্তারের গত বছরের ৫ এপ্রিল বিয়ে হয়। বিয়ের পরে সুমা আক্তারের স্বামী কামরুল কাজী দক্ষিণ আফ্রিকা চলে যায়। কিন্তু বিয়ের পর থেকেই তার শ্বশুর আজিজ কাজী, শাশুড়ি ফজিলা বেগম, ননদ সানজিদা আক্তার ও দেবর আবু সাঈদসহ পরিবারের সবাই নানা সময়ে যৌতুক দাবী করে আসছিল। সুমা তার বাবার বাড়িতে থেকে যৌতুক এনে দিতে না পারায় গত ৩ জুন শ্বশুরবাড়ির লোকজন মিলে সুমাকে নির্যাতন করে এবং শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঘরে ঝুলিয়ে রাখে। এই ঘটনার পরে নিহতের পিতা রাজৈর থানায় অভিযোগ দায়ের করলেও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আরও