দেশের ক্ষুদ্র জাতি-গোষ্ঠীকে ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে নওগাঁয় সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় আদিবাসী পরিষদ। গতকাল দুপুরে জেলার মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া গোলচত্বরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সমতলের ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর জন্য পৃথক ভূমি কমিশন গঠনসহ সাত দফা দাবি জানানো হয়।
দুপুর ১২টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর মানুষ বিভিন্ন পরিবহনে চৌমাশিয়া বাজারে আসতে শুরু করে। গাড়ি থেকে নেমে তারা খণ্ড খন্ড মিছিল নিয়ে চৌমাশিয়া তিন মাথার মোড় গোলচত্বর এলাকায় সমাবেশস্থলে মিলিত হন।
অবরোধ চলাকালে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা আরিফ খান ইউসুফজাই, বাসদের নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক জয়নাল আবেদিন মুকুল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নওগাঁ জেলা কমিটির শহীদ হাসান সিদ্দিকী, জাতীয় আদিবাসী পরিষদের মুখপাত্র ও দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম প্রমুখ বক্তব্য রাখেন।