যুক্তরাষ্ট্র দূতাবাসের উপকাউন্সিলরের সঙ্গে বৈঠক করেছে জামায়াত

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসে যুক্তরাষ্ট্রের রাজনীতি ও অর্থনীতি বিষয়ক উপকাউন্সিলর ও রাজনৈতিক শাখা প্রধান ম্যাথিউ বের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসে যুক্তরাষ্ট্রের রাজনীতি ও অর্থনীতি বিষয়ক উপকাউন্সিলর ও রাজনৈতিক শাখা প্রধান ম্যাথিউ বের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকালের এ বৈঠকে জামায়াতে ইসলামীর দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা, নেতৃত্ব নির্বাচন, সাংগঠনিক পদ্ধতি, গঠন কাঠামো ও দলীয় সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা এবং নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারের ব্যাপারে সংগঠনের দৃষ্টিভঙ্গি ও অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এবং সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

এছাড়া গণহত্যার বিচার, সংস্কার, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন পলিটিক্যাল অফিসার হারমানাস্কি, জ্যামি স্টেলি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাড. মতিউর রহমান আকন্দ।

আরও