গাইবান্ধায় ২০১৬ সালে ঘটে যাওয়া সাঁওতাল হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। বুধবার (৬ নভেম্বর) দুপুরে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) চত্বরে আয়োজিত ‘সাঁওতাল হত্যা দিবস’ সমাবেশে এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানানো হয়।
২০১৬ সালের এই দিনে গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ-বাগদাফার্মে সাঁওতালদের ওপর হামলা চালানো হয়। এ হামলায় মঙ্গল মার্ডি, রমেশ টুডু ও শ্যামল হেমব্রম নামে তিন সাঁওতাল নিহত হন এবং অনেকে আহত হন। আহতরা এখনো শারীরিক ও মানসিক যন্ত্রণায় ভুগছেন।
আজকের সমাবেশে বক্তারা বলেন, আট বছর হয়ে গেলেও এই হত্যাকাণ্ডের বিচার হয়নি। দোষীদের এখনো গ্রেফতার করা হয়নি। সাঁওতালরা তাদের পৈতৃক জমি ফিরে পাওয়ার দাবিও জানালেও কোনো ফল পাচ্ছে না।
সমাবেশে উপস্থিতরা সরকারের কাছে দোষীদের বিচার, আহতদের ক্ষতিপূরণ এবং সাঁওতালদের জমি ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন।