পোষ্য কোটা বহাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা বাতিল

পোষ্য কোটা ৩ শতাংশ রাখা হয়েছে এবং মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা বাতিল করা হয়েছে। এছাড়া শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও খেলোয়াড় কোটার ক্ষেত্রে পূর্বের নিয়ম বহাল থাকবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিল করা হয়েছে। তবে মুক্তিযোদ্ধার সন্তানেরা এ কোটার আওতায় থাকবেন। পোষ্য কোটা ১ শতাংশ কমিয়ে এখন ৩ শতাংশ রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মঈন উদ্দীন।

উপ-উপাচার্য বলেন, এবার ভর্তি পরীক্ষা রাজশাহীসহ দেশের পাঁচটি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পোষ্য কোটা ৩ শতাংশ রাখা হয়েছে এবং মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিল করা হয়েছে। এছাড়া শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও খেলোয়াড় কোটার ক্ষেত্রে পূর্বের নিয়ম বহাল থাকবে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের প্রাথমিক আবেদন আগামী ৫ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রাথমিক আবেদনকারীদের মধ্যে ১ লাখ ৮ হাজার ৫০০ জন চূড়ান্ত আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা শুরু হবে ১২ এপ্রিল, যেখানে 'বি' ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা ১২ এপ্রিল, ‘এ’ ইউনিটের (মানবিক) ১৯ এপ্রিল এবং ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ২৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা এবং চূড়ান্ত আবেদন ফি 'বি' ইউনিটের জন্য ১১০০ টাকা ও 'এ' ও 'সি' ইউনিটের জন্য ১৩২০ টাকা। ১ ঘণ্টার ভর্তি পরীক্ষায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোটাসংক্রান্ত প্রস্তাবনার আলোকে এবারের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা ৩ শতাংশ রাখা হয়েছে এবং মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিল করা হয়েছে।

আরও