মাদারীপুরে আন্দোলরত শিক্ষার্থীদের ওপর হামলা

মাদারীপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। বুধবার (১৭ জুলাই) সকালে শহরের মস্তাফাপুরে ঢাকা-বরিশাল সহাসড়কে এ ঘটনা ঘটে।

মাদারীপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। বুধবার (১৭ জুলাই) সকালে শহরের মস্তাফাপুরে ঢাকা-বরিশাল সহাসড়কে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল এবং কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা। শহরের মস্তফাপুরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। কোটা সংস্কারে বিভিন্ন স্লোগানও দিচ্ছিলেন তারা। বিক্ষোভ মিছিল শুরুর ঠিক আগ মুহূর্তে শহর থেকে লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের একটি মিছিল বের হয়। পুলিশের বাধা উপেক্ষা করে ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালান। তাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণও ঘটিয়েছে। হামলাকারীরা শিক্ষার্থীদের পেটাতে থাকে এবং ফেস্টুন ছিঁড়ে ফেলে। পরে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা। এরপর ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল করতে করতে ঘটনাস্থল ত্যাগ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীর আবু হুরায়রা বলেন, ‘কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে সকালে শহরে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করেন। এতে পাঁচ-ছয়জন শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা ন্যায়সঙ্গত দাবি নিয়ে আন্দোলন করছি। সেখানে অতর্কিতভাবে ছাত্রলীগ নেতারা এসে হামলা চালান।’

এ বিষয়ে মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার বলেন, ‘মাদারীপুরে কোটা আন্দোলনকারীরা সাধারণ শিক্ষার্থী নয়, তারা জামায়াত-শিবিরের সদস্য। আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নেমেছে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে “‍জয় বাংলা স্লোগানে’’ তাদের প্রতিহিত করতে পেরেছি। মাদারীপুরের মাটিতে জামায়াত-শিবিরের নৈরাজ্য আমরা করতে দেব না।’

মাদারীপুর সদর থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ‘সকালে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা মস্তফাপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে জড়ো হন। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে যাওয়ার পর উত্তেজনা সৃষ্টি হয়। এর পর পরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।’


আরও