কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের সহযোগিতায় ‘বিচার বিভাগ পৃথকীকরণ ও বাংলাদেশের বাস্তবতা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। বক্তা হিসেবে ছিলেন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মাসদার হোসাইন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুর রহমান জীবন এবং ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সেমিনারটিতে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল।
সেমিনারে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণ এবং এর ফলে দেশে কী পরিবর্তন আসবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, আমাদের দেশের চালিকাশক্তি হলো আইন বিভাগ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ। এ তিনটি বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে হবে। বিচার বিভাগ যদি স্বাধীন না হয়, তাহলে দেশে আবার ফ্যাসিজম ফিরে আসতে পারে।
অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মাসদার হোসেন বলেন, বাংলাদেশে একাধিকবার বিচার বিভাগকে আলাদা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সফল হওয়া যায়নি। ২০০৭ সালে মাসদার হোসেন মামলার মাধ্যমে আংশিকভাবে বিচার বিভাগকে স্বাধীন করা হলেও এখনো পুরোপুরি স্বাধীনতা আসেনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, আমরা আশা করি বাংলাদেশে একটি উন্নত বিচার ব্যবস্থা গড়ে উঠবে, যেখানে সবাই ন্যায় বিচার পাবে।
সেমিনারের সভাপতি উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে প্রশাসক ও বিচারকদের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে। মাসদার হোসেন মামলা একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং এটি দেশের বিচার ব্যবস্থার জন্য একটি মাইলফলক।
সেমিনারে উপস্থিত শিক্ষক ও ছাত্রছাত্রীরা বিচার বিভাগ পৃথকীকরণের গুরুত্ব এবং এর ফলে দেশে কী পরিবর্তন আসতে পারে সে বিষয়ে আলোচনা করেন।