খুলনায় আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে হস্তান্তর

খুলনা নগরীতে এক আওয়ামী লীগ নেতাকে বেধড়ক পিটিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে। গতকাল দুপুরে নগরীর ফুলবাড়ি গেট বাজারে এ ঘটনা ঘটে বলে খানজাহান আলী থানার ওসি মো. কবির হোসেন জানান।

খুলনা নগরীতে এক আওয়ামী লীগ নেতাকে বেধড়ক পিটিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে। গতকাল দুপুরে নগরীর ফুলবাড়ি গেট বাজারে এ ঘটনা ঘটে বলে খানজাহান আলী থানার ওসি মো. কবির হোসেন জানান।

মারপিটের শিকার বীর মুক্তিযোদ্ধা ও নগর আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিয়াকত আলীকে (৭২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ওসি কবির হোসেন বলেন, ‘বেগ লিয়াকত আলীকে স্থানীয় জনগণ পুলিশে সোপর্দ করে। তিনি পুলিশ হেফাজতে আছেন। বেশ আঘাতপ্রাপ্ত হয়েছেন।’

৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন লিয়াকত আলী। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। কিছুদিন আগে তিনি একটি মামলায় জামিনে মুক্ত হন।

স্থানীয়রা জানান, লিয়াকত আলীর বাড়ি খান জাহান আলী থানার বাদামতলা এলাকার পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের সামনে। তিনি ফুলবাড়ি গেট বাজার বণিক সমিতির সভাপতি। দুপুরে বাড়ি থেকে ফুলবাড়ি গেট বাজারে মোবাইল ফোন মেরামতের জন্য যান। তখন সেখানে স্থানীয় একদল লোক তাকে ঘিরে ফেলে এবং বেধড়ক মারধর করে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মাটিতে বসা বেগ লিয়াকত আলীর জামার কলার ধরে আছেন এক ব্যক্তি। অন্যরা তাকে ঘিরে ধরে বিভিন্ন সময় স্থানীয়দের ওপর চালানো নির্যাতনের বর্ণনা দিয়ে গালাগাল করছেন। কয়েকজন তাকে শারীরিকভাবে আঘাত করেন।

আরও