রাজশাহীর বিভিন্ন সরকারি স্থাপনা থেকে লুট হওয়া জিনিসপত্র ফিরিয়ে দিয়ে যাচ্ছে অনেকে। গতকাল সকালে মানুষ এগুলো ফেরত দিতে শুরু করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও রেড ক্রিসেন্টের সদস্যরা লিপিবদ্ধ করে লোকজনের কাছ থেকে সেগুলো বুঝে নিচ্ছে।
জনস্বার্থে বিভিন্ন এলাকায় মাইকিং করে এসব জিনিস ফেরত দেয়ার আহ্বান জানায় স্থানীয় তরুণরা। অন্যদিকে রাজশাহীর সুশীল সমাজ ও তরুণ প্রজন্মের সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন লুট হওয়া সরকারি সম্পদ উদ্ধারকাজে।