রাজশাহী

পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক-রেলপথ অবরোধ, রেল যোগাযোগ বন্ধ

ছাত্ররা বলছেন, তারা আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না আদায় হবে। কিছু কিছু শিক্ষার্থীরা জানান, আন্দোলন দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত চলবে। তবে তাদের মধ্যে কয়েকজন সংগঠকদের দাবি, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তারা এই আন্দোলন সারাদিন চালিয়ে যাবেন।

ছয় দফা দাবিতে রাজশাহীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে নগরীর রেলগেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ভদ্রা মোড়ে গিয়ে অবস্থান নেয়।

এ সময় তারা ঢাকা মহাসড়ক ও পাশাপাশি থাকা রাজশাহীর রেলপথ অবরোধ করেন এবং রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন। জানা গেছে, ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

রেললাইন অবরোধের ফলে রাজশাহী থেকে ঢাকাগামী সকল ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আটকা পড়েছে বেশ কিছু ট্রেন।

এদিকে কপোতাক্ষ এক্সপ্রেস আসবে খুলনা থেকে, এরপর সেটি ছেড়ে যাবে দুপুর আড়াইটায়। ধূমকেতু এক্সপ্রেস ঢাকা থেকে আসবে, টুঙ্গিপাড়া এক্সপ্রেস আসবে গোপালগঞ্জ থেকে। সবগুলোই ২টার দিকে ঢোকার কথা রাজশাহী স্টেশনে। অবরোধের কারণে ট্রেনগুলো রাজশাহীর বাইরের আব্দুলপুর, সারদা, ঈশ্বরদীসহ বিভিন্ন স্টেশনে অবস্থান করছে। ছাত্রদের আন্দোলন ও অবরোধ না থামা পর্যন্ত ট্রেনগুলো স্টেশনে প্রবেশ করবে না এবং ছাড়বেও না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

অন্যদিকে ছাত্ররা বলছেন, তারা আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না আদায় হবে। কিছু কিছু শিক্ষার্থীরা জানান, আন্দোলন দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত চলবে। তবে তাদের মধ্যে কয়েকজন সংগঠকদের দাবি, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই আন্দোলন সারাদিন চালিয়ে যাবেন।

আরও