বান্দরবানে পাহাড়ধসে একজনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বান্দরবানে পাহাড়ধসে আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া।

পুলিশ জানায়, গতকাল সকালে ফুলতলী গ্রামে আবু বক্কর নিজ বাড়ির পাশে পাহাড়ের পাদদেশে কাজ করছিলেন। এ সময় পাহাড়ের মাটি ধসে পড়ে। মাটিচাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।

আরও