বান্দরবানের লামা উপজেলায় হত্যা র দায়ে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আজ বৃহস্পতিবার মো. ফজলে এলাহী ভূইয়ার আদালত এ রায় দেন। বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ইকবাল করিম।
মামলার এজাহারে বলা হয়, ২০১৭ সালের ২৬ জুলাই বর্গা দেয়া জমির টাকা নিয়ে ফেরার পথে মাংরক ম্রো লামাকে দা দিয়ে কুপিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যাথর পর তার সাথে থাকা টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতিকারী। এ ঘটনায় মামলা করেন নিহতের ছেলে।
পরে উভয় পক্ষের দীর্ঘ শুনানির পর মামলার একমাত্র আসামি মংছোচিংকে যাবজ্জীবন বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা, এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আরো দুটি ধারায় বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মংছোচিং। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।