বান্দরবানে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলায় বিভিন্ন ধরনের খেলায় প্রতিযোগিতা হয়। মেলার শেষ দিনে ঐতিহ্যবাহী বলী খেলা অনুষ্ঠিত হয়। এই মেলার মাধ্যমে স্থানীয়রা একত্রিত হয়েছে এবং ঐতিহ্যবাহী খেলাগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। এরই অংশ হিসেবে শুক্রবার (২৯ নভেম্বর) রাজার মাঠে বলী বা কুস্তি খেলা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বান্দরবানে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা। বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে এ ক্রীড়া মেলা অনুষ্ঠিত হয়।
এর আগে গত ২৩ নভেম্বর সাঙ্গু নদে নৌকা বাইচ প্রতিযোগিতার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলার উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। অনুষ্ঠিত বলী বা কুস্তি খেলায় স্বাগতিকসহ কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার ১৯ জন বলী বা কুস্তিগীর অংশ নেয়।
মেলায় ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ফুটবল ও মারমাদের ঐতিহ্যবাহী তৈলাক্ত বাঁশ আরোহন, নারীদের অ্যাথলেটিকস, দড়ি টানা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসএম মাহমুদুল হাসান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ আরো অনেকে।