কুমিল্লায় ২ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগরীর শাকতলা এলাকার সাইফুল ইসলাম ওরফে তন্ময় চৌধুরী নামে একজনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তবে মামলা প্রত্যাহারের জন্য সাইফুল ও তার পরিবারের পক্ষ থেকে ওই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এ বিষয়ে মামলার বাদী কাজী মীর আহমেদ মীরু পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।