২০১৮ সালে বাতিল হওয়া কোটা প্রথা হাইকোর্ট কর্তৃক পুর্নবহালের প্রতিবাদে
দ্বিতীয় দিনের মত আন্দোলন কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। ৭ মে (বুধবার) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানান
তারা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক
শিক্ষার্থী অংশ নেন। সরকারি চাকরিতে
কোটা ব্যবস্থা বাতিল না হলে ঈদের পরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
দেন তারা।
মানববন্ধনে অংশ নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ
সিয়াম বলেন, হাইকোর্টের এ রায় জনবিরোধী, জনবিচ্ছিন্ন। কোটা বাতিল না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি
ঘোষণা করা হবে।
ইংরেজি বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী শেখ হাফিজুর রহমান বলেন, স্বয়ং মুক্তিযোদ্ধাদের সন্তানরা এ কোটা ব্যবস্থার বিরুদ্ধে
আন্দোলনে নেমে এসেছেন। অর্থাৎ দলমত নির্বিশেষে সবাই কোটা ব্যবস্থার বিরুদ্ধে। মুক্তিযোদ্ধাদের
ব্যবহার করে কারা ফায়দা লুটতে চাচ্ছেন তা সরকারকে বের করতে
হবে।
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সৈয়দা মেহের আফরোজ শাওলী বলেন, কোটা হচ্ছে সৃষ্টির জন্য। কিন্তু চাকরিতে ৫৬ শতাংশ কোটা মেধাবীদের অবমূল্যায়ন। কোটা ব্যবস্থা রাষ্ট্রের
নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করবে। তাই অবিলম্বে রায়
পুর্নবিবেচনার মাধ্যমে কোটা বিলুপ্ত করতে হবে।